প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2025 ইং
অনির্দিষ্টকালের খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
এস চাঙমা সত্যজিৎ,
ভ্রাম্যমান প্রতিনিধি,
খাগড়াছড়িতে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের আটক ও শাস্তির দাবিতে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দেয় জুম্মো ছাত্র জনতা। সকাল সন্ধ্যা সড়ক অবরোধের মধ্যেই ১৪৪ ধারা জারি করেছেন জেলা প্রশাসন।
আজ শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি থাকবে।
খাগড়াছড়ির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এক বিজ্ঞপ্তিতে আদেশ দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়িতে জুম্মো ছাত্র জনতার ডাকে সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালীন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জেলা প্রশাসন ২.০০ ঘটিকা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেন। এ জারি করা নির্দেশ পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। জেলা প্রশাসনের স্মারক নং - ০৫.৪২.৪৬০০.০১২.০৪.০১৭.১১ - ১০৪৫ তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. ১২ আশ্বিন ১৪৩২ বাংলা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারির আদেশ প্রদান করেন। আদেশে বলা হয়েছে, যেহেতু খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনগণের জান ও মালের ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে আদেশে বলা হয়েছে। আদেশে আরও বলা হয়েছে, যেহেতু আমি এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খাগড়াছড়ি পার্বত্য জেলা অদ্য বেলা ২৭ সেপ্টেম্বর ২০২৫, তারিখ দুপুর ২.০০ ঘটিকা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও খাগড়াছড়ি সদর উপজেলার ১৮৯৮ ফৌজদারি কার্যবিধি মোতাবেক ১৪৪ ধারা জারি করলাম।
এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনগণের জান ও মালের ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে। তাই ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারির আদেশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় এই আদেশ জারি করা হয়।
অবরোধের কারণে দূর পাল্লার যানবাহন চলাচল করেনি। খাগড়াছড়ির সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলার অভ্যন্তরে সদরসহ ৯ উপজেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ ছিল। এমন কি সাইকেল পর্যন্ত চলাচল করতে দৃষ্টি গোচর হয়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24